প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: অলোক ও সিদ্ধার্থ, সম্পাদনা: অলোক
‘কাবেরী অন্তর্ধান’ করতে গিয়ে তাঁর মনে আসছে পরিচালক তপন সিংহের ছবি ‘অন্তর্ধান’ এর কথা মণিরত্নমের ‘রোজা’র কথা। নকশাল আন্দোলনের সময় ধরে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এর কথা বলতে গিয়ে পিছন ফিরলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বললেন, ‘‘আমার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে সে সময় মুম্বইতে লোকে নকশাল সম্পর্কে জিজ্ঞেস করতে গিয়ে বলত,‘ওরা কি মুখে কাপড় বেঁধে আসে?’ ওই বোমাগুলির অস্থির সময়ে আমাদের বাড়ি ছাড়তে হয়েছিল।’’ পাশে পরিচালক কৌশিক ‘দৃষ্টিকোণ’, ‘জ্যেষ্ঠপুত্র’র পরে প্রসেনজিতের সঙ্গে কাজ করা প্রসঙ্গে বললেন, ‘‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফ্লোর থেকে আমায় পরিচালনায়ও সহযোগিতা করেন। এটা অন্য পাওয়া।’’ ‘উৎসব’ বাড়ির গালিচার মতো সবুজ মাঠে মুখোমুখি প্রসেনজিৎ-কৌশিক। উঠে এল ইন্ডাস্ট্রি থেকে তারকাদের কথা।