সন্তান সব সময়ই ‘স্পেশাল’। কিন্তু যে সন্তান কিছু ‘স্পেশাল’ চাহিদা নিয়ে জন্মাচ্ছে? হয়তো এমন কোনও সাইকো সোশ্যাল ডিস্যাবিলিটি, যার দরুণ সেই খুদেটির আর পাঁচটা শিশুর মতো বিকাশের পথ তৈরি হবে না? অভিভাবক হিসাবে এই সত্যিটার মুখোমুখি হলে মনে আসে হাজার রকম প্রশ্ন। মনে জাগে উদ্বেগ। স্কুল ভর্তি নেবে তো? পড়াশোনাটা কী ভাবে হবে? আচ্ছা, ও কি কোনও দিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে? আমরা যখন থাকব না তখন কী হবে? আর এই সব উদ্বেগের পাশাপাশি আরও একটা চিন্তা মাথায় আসে, আমি না হয় মেনে নেব, কিন্তু সমাজ কি মানবে ওকে? সম্মান দেবে? দেবে ওর যোগ্য অধিকার? এই সব নিয়েই সোমবার আনন্দবাজার অনলাইনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আলোচনায় বসলেন মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়। ‘লোকে কী বলবে? সঙ্গে অনুত্তমা’ শীর্ষক অনুষ্ঠানের এই সপ্তাহের বিষয় ছিল ‘স্পেশাল চাইল্ড’।
এই পর্বের বিশেষ অতিথি অরুন্ধতী সরকার, যিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উপযুক্ত শিখন পদ্ধতি নিয়ে দীর্ঘ দিন কাজ করে চলেছেন।