একেই বলে জনসংযোগ! চপশিল্প নিয়ে শুধু কথা নয়, এ বার নিজেই চপ ‘বিক্রি’ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চপ ‘বিক্রেতা’র ভূমিকায় দেখা গেল তাঁকে। বেলপাহাড়ি থেকে ঝাড়গ্রাম ফেরার পথে আন্ধারিয়া গ্রামের কাছে রাস্তার ধারে বুদ্ধদেব মহন্তের চা, চপের দোকান দেখে গাড়ি থামিয়ে দেন তিনি। সটান চলে যান সেই দোকানের ভেতরে। বুদ্ধদেব তখন চপ ভাজছিলেন। মমতাকে দেখে অবাক হয়ে যান তিনি। এর পর মুখ্যমন্ত্রী তার ভেজে রাখা চপই কাগজে করে দাঁড়িয়ে থাকাদের দিতে শুরু করেন।