Bakreswar

প্রতিশ্রুতি রাখেনি সরকার, অভিযোগে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ জমিহারাদের

১৯৯৬ সাল পর্যন্ত ৮০০-র বেশি পরিবারের জমি নেওয়া হয়েছিল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য। তাদের মধ্যে অধিকাংশ পরিবার চাকরি পেলেও বঞ্চিত থেকে গিয়েছে প্রায় ২০০টি পরিবার।

প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ: ঋতুরাজ, সম্পাদনা: বিজন

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ২১:৪৭
Share:
Advertisement

সরকারি প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় অভিযোগ তুলে আবার বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করল জমিহারা পরিবারগুলি। অভিযোগ, সোমবার বিক্ষোভ শুরুর পরে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজারের সঙ্গে জমিহারা পরিবারগুলির একটি বৈঠক হবে। কিন্তু তা না হওয়ায় মঙ্গলবার আবার শুরু হয়েছে আন্দোলন। মূলত চাকরির দাবিতে আন্দোলনে শামিল হয়েছে জমিহারা প্রায় ২০০ পরিবার। ভূমিহারা ইউনিয়নের সদস্য বিপ্লব দাসবৈষ্ণব জানিয়েছেন, ১৯৯৬ সাল পর্যন্ত ৮০০-র বেশি পরিবারের জমি নেওয়া হয়েছিল দুবরাজপুরের ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য। তাদের মধ্যে অধিকাংশ পরিবার চাকরি পেলেও বঞ্চিত থেকে গিয়েছে প্রায় ২০০টি পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement