প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ : তীর্থঙ্কর, সম্পাদনা: অলোক
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৬৫তম সমাবর্তন অনুষ্ঠান। সেখানে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। দাবি একটাই, ছাত্র সংসদ নির্বাচন। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্যপালের গাড়ির সামনে স্লোগানও দেন তাঁরা। বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দেন রাজ্যপাল। সম্প্রতি ছাত্রছাত্রী সংসদের নির্বাচনের দাবিতে আন্দোলনে উত্তাল হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজও। নির্বাচনের দাবিতে দীর্ঘ বারো দিন ধরে অনশন চালান পড়ুয়াদের একাংশ। তার পর গত ২২ ডিসেম্বর নিজেদের ভোট নিজেরাই করেন তাঁরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন কোন পথ বেছে নেয় সেটাই এখন দেখার।