"তিনঘণ্টা বিয়ার না খেলেও বেঁচে থাকবেন"। ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্টিনোর এই উক্তিতে শোরগোল পড়েছিল।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৯:০২
Share:
Advertisement
কাতারে মদ্যপানের নিষেধাজ্ঞা রয়েছে। যেখানে সেখানে মদ বা বিয়ার মেলেনা, পানও করা যায় না। তবে কেউ কেউ খুঁজে নিয়েছেন বিকল্প। কাতারের শিসা, যাকে বাংলায় হুঁকো বলে, সেই শিসার নেশায় মেতেছেন অনেকে।