প্রতিবেদন: স্রবন্তী
দক্ষিণী ছবির ব্যবসার নিরিখে বাংলা ছবি পিছিয়ে? বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বললেন, ‘‘২০১১-য় মাঝারি বাজেটের মালয়ালম আর বাংলা ছবির বাজেট ছিল ৭৫ লাখ, এক কোটি। ২০২২-এ বাংলা ছবির বাজেট একই আছে। কিন্তু মালয়ালম ছবির বাজেট এখন পনেরো থেকে কুড়ি কোটি। কেন এমন হল?’’ প্রশ্নের উত্তর নিজেই দিলেন পরম। তিনি বাংলা ছবির দর্শক এবং ইন্ডাস্ট্রির দায়িত্বহীনতাকেই এর জন্য দায়ী করলেন। তাঁর মতে শহুরে ছবি করতে গিয়ে বাংলা ছবি গ্রামীণ শিকড়কে ভুলে গিয়েছে। আঞ্চলিক স্তরে বাংলা ছবির বৃদ্ধি এমন জায়গাতেও পৌঁছয়নি যেখানে আন্তর্জাতিক স্তরের ওটিটি প্ল্যাটফর্ম সেই ছবি দেখাতে আগ্রহী হবে। পরমব্রত জানালেন বাংলা ছবিতে ‘দেবদূত প্রযোজক’ প্রয়োজন। যিনি অনায়াসে বাংলা ছবির জন্য ৪ থেকে ৫ কোটি টাকা বিনিয়োগ করবেন।