TET

টেট পরীক্ষায় দৃষ্টিহীন পরীক্ষার্থীর ‘রাইটার’ হলেন হুগলির স্কুলছাত্রী সাইওয়ানি

নিজস্ব সংবাদদাতা
হুগলি শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১৬:১৫
Share:
Advertisement

বহু প্রতীক্ষিত পরীক্ষা। টেট বিতর্ক ঘিরে উত্তাল রাজ্য-রাজনীতি। আন্দোলন থেকে আদালতে মামলা— সবই হয়েছে টেট ঘিরে। তবুও শিক্ষার্থীদের মধ্যে টেটের উন্মাদনা তুঙ্গে। সেই ছবি ধরা পড়ল হুগলিতে। রবীন্দ্র ভারতী থেকে বাংলায় এমএ করেছেন এরশাদ করিম। হুগলির কামারপুকুরে বাড়ি এরশাদের। তিনি সম্পূর্ণ দৃষ্টিহীন। তাঁর টেট পরীক্ষার কেন্দ্র ছিল হুগলি উমেনস কলেজ। পরীক্ষার জন্য ‘রাইটার’ নিতে হয়েছে তাঁকে। রাইটার হয়েছেন ত্রিবেণী টাউনশিপের ডাঃ বিধান চন্দ্র রায় স্কুলের দশম শ্রেণির ছাত্রী সাইওয়ানি দাস। সমাজমাধ্যমে সাইওয়ানি জানতে পারেন এরশাদের কথা। যোগাযোগ করেন। দৃষ্টিহীন এরশাদকে সাহায্য করতে পেরে তিনি খুশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement