প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: অলোক
১, ২, ৩ নম্বর পেয়ে চাকরি! ১৮৩ জনের একটি তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানাল— এই সব চাকরি প্রার্থীই অবৈধ। আদালতে সিবিআই আগেই জানিয়েছে, ফেল করা, অবৈধভাবে চাকরি পাওয়া চাকরি প্রার্থীদের সংখ্যা কম করে ৯৫২। বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাঁদেরই একটি তালিকা প্রকাশ করল পর্ষদ। ‘‘কমিশন আর কোর্টের টালবাহানায় আমরা ফুটবল হয়ে গিয়েছি’’, অবিলম্বে নিয়োগের দাবি যুব ছাত্র অধিকার মঞ্চের নেত্রী জয়া খাঁ-র।