TMC Rally on 21st July

বসিরহাটের গামছা থেকে টুপি, আইসক্রিম,চা— ২১ ঘিরে হরেক পসরার হাট ধর্মতলায়

তৃণমূলের বার্ষিক কর্মসূচি। তাকে ঘিরেই কর্মী-সমর্থকদের ভিড় ধর্মতলায় ভিক্টোরিয়া হাউস চত্বরে।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ১২:০৬
Share:
Advertisement

পঞ্চায়েত ভোটে দলের ভাঁড়ার পূর্ণ। এ বারে লড়াই ২০২৪-এর লোকসভা। তার আগে তৃণমূলের ‘শহীদ দিবস’পালনের কর্মসূচির দিকে তাকিয়ে সব মহল। কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোন পথে এগিয়ে নিয়ে যান দলকে? অধীর আগ্রহে সভামঞ্চের পথে অগুণতি কর্মী-সমর্থকেরা। আর এত মানুষের ভিড়ে বিকিকিনি হবে না? বেলা বাড়তেই ধর্মতলা জুড়ে নানান ফেরিওয়ালার ব্যস্ততা। কেউ বা বেচছেন চা, কেউ বা আবার বাড়ি থেকে রান্না করে আনা খাবার সাজিয়ে বসেছেন রাস্তার ধারেই। কারোর ঝোলা ভর্তি বসিরহাটের গামছা তো কেউ আবার সেই ডায়মন্ড হারবার থেকে এসেছেন বেতের টুপির পসরা নিয়ে। রাজনীতির সুযোগে একটু যদি পয়সার মুখ দেখা যায় মন্দ কি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement