অভিন্ন দেওয়ানি বিধি চালু হল উত্তরাখণ্ডে। মঙ্গলবার এই সংক্রান্ত বিল পেশ করে পুষ্কর সিংহ ধামীর সরকার। বুধবার সেই বিল পাশও হয়ে যায়। কী আছে এই বিলে? কেনই বা নতুন আইনের পথে উত্তরাখণ্ড? অভিন্ন দেওয়ানি বিধি বিলের পিছনে রয়েছে লম্বা রাজনৈতিক ইতিহাস। কী সেই অতীত? ইতিমধ্যে অসম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও হরিয়ানা সরকারও একই ধরনের আইন আনার ইচ্ছে প্রকাশ করেছে।