সানস্ক্রিন মেখেও কালচে দাগ পড়ছে?
সানস্ক্রিন মাখলেই যে ত্বক সুরক্ষিত এমন নয়।
রূপ বিশেষজ্ঞদের মতে, বিশেষ কয়েকটি নিয়ম মেনে সানস্ক্রিন মাখলে সূর্যের আলোয় ত্বক পুড়ে যাওয়ার ভয় থাকে না।
১। গরমে ত্বক যাতে বেশি পুড়ে না যায় বাড়িতে থাকলেও সানস্ক্রিন মেখে থাকুন।
২। শীতাতপ নিয়ন্ত্রিত কোনও ঘরে থাকলে দিনের বেলা প্রতি তিন ঘণ্টা অন্তর সানস্ক্রিন ব্যবহার করুন।
৩। সানস্ক্রিন ব্যবহার করার আগে তাতে কিছুটা জল মিশিয়ে নিন।
৪। হাতের তালুতে কয়েক ফোঁটা জল নিয়ে তাতে সানস্ক্রিন মিশিয়ে মাখুন শরীরে। এতে ত্বকে ক্রিম অনেক ক্ষণ থাকবে।
নারী-পুরুষ নির্বিশেষে ত্বক ভাল রাখতে, শরীরের খোলা অংশের ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিনের ব্যবহার অপরিহার্য