প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুব্রত
৬০ বছর ধরে বঞ্চিত, অবহেলিত হয়েছে ভারতীয় রেল। নরেন্দ্র মোদীর ৯ বছরের সরকার দ্রুত গতিতে কাজ করছে। ৬০ বছরের ক্ষতি ৯ বছরে পূরণ সম্ভব নয়। বাহানগা স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার প্রসঙ্গে বিরোধীদের খোঁচা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। ২০১৪ সালের আগে ভারতীয় রেলের উন্নতি প্রসঙ্গে প্রশ্ন তুললেন তিনি। পাশাপাশি জানান বাহানগার দুর্ঘটনা নিয়ে রেল ও সিবিআই তদন্ত করছে। এতো 'সংবেদনশীল' একটি ঘটনায় তদন্তের মাঝপথে তিনি কোনও মন্তব্য করতে চান না। তিনি জানান, বাহানগা স্টেশন থেকে তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিগন্যালিংয়ের কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজ সম্পূর্ণ হলেই বাহানগায় ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।