প্রায় এক মাস ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ। বৃষ্টি নেই ।এই অবস্থায় জমিতে পুড়ে খাক হয়ে যাচ্ছে ফসল শাকসবজি। এর মধ্যে অন্যতম পাট। মালদহ জেলাতে ৩১ হাজার ৩৬৮ হেক্টর জমিতে পাট চাষ হয়। রতুয়া, হরিশ্চন্দ্রপুর, চাঁচল,গাজোল, মানিকচক সহ প্রায় ১৫টি ব্লকের কয়েক হাজার কৃষক এই চাষ করেন। প্রায় ৮৬ হাজার ৫০৯ মেট্রিক টন পাট উৎপাদন হয় এই জেলাতে। কিন্তু এই বছর তীব্র দাবদহের ফলে জল সঙ্কট দেখা দিয়েছে। ফলে জলের অভাবে ক্ষতির মুখে পাট চাষ।