শহীদ মিনার চত্বরে শুধু ভারাক্রান্ত মুখেদের সারি। একদিকে আদালতের রায়ে সদ্য চাকরি খুইয়েছেন যাঁরা, অন্যদিকে নিয়োগের দাবিতে ৫০০ দিন ধরে ধর্নায় বসে থাকা চাকরিপ্রার্থীরা। ২০১৪ সালের উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে বুধবার শহিদ মিনার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত হাঁটলেন। আন্দোলনকারীদের মতে, ২০১৪ সালে পরীক্ষা দিয়ে পাশ করেন তাঁরা। ২০১৫ সালে কাউন্সেলিং পর্যন্ত হয়ে যায়। মাঝে কাটল প্রায় ১০ বছর। হয়নি নিয়োগ। নিয়োগ না হওয়ার দায় চাকরিপ্রার্থীরা চাপাচ্ছেন রাজ্য সরকারের কাঁধেই। তাঁদের মতে, ‘স্বচ্ছ প্যানেল থেকে তো রোজগার হয় না, তাই নিয়োগে অনীহা।’ সব দীর্ঘশ্বাসের সাক্ষী শহীদ মিনার।