Rittwik Chakraborty

কলকাতার যে মহল্লা রাত দশটায় ঘুমিয়ে পড়ে, ঋত্বিক সেখানে খুঁজে পেলেন এক মেয়েকে

প্রতিবেদন: স্রবন্তী , সম্পাদনা: ঋতুরাজ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ২০:৩৪
Share:
Advertisement

কলকাতা বদলে গিয়েছে। এই শহর নাকি আর ঘুমোয় না। জেগে থাকে। তবে শহরের কোনও এক গলি অন্য কথাও বলে। কলকাতার সেই অপরিচিত গলি কিন্তু জেগে থাকে না। নোনাপুকুর ট্রামডিপোর উল্টো দিকের পাড়া। রাত দশটায় তার দরজা বন্ধ। সব বাড়িতে তালা পড়ে যায় আজও। বেডফোর্ড লেন। সরু গলির গা ঘেঁষে মহল্লা। এই মহল্লাকে ঘিরেই গল্প। আর সেই গল্প নিয়ে ছবি তৈরি করছেন পরিচালক সুজিত পাইন। এক সাংবাদিক এবং এক মেয়ের সম্পর্ক নিয়ে ছবি। সঙ্গে সেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া মহল্লার শরীর। গল্পকার রূপায়ণ ভট্টাচার্য।ডিসেম্বরেই ছবি তৈরির কাজ শুরু হবে। সাংবাদিকের চরিত্রে ঋত্বিক চক্রবর্তী। সুজিত আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, ‘‘মেয়েটির চরিত্রের অভিনেতা নির্বাচন চলছে। এখনও কিছু ঠিক হয়নি। রাতে তালা বন্ধ হয়ে যাওয়া পাড়াই আমাকে এই ছবি বানাতে উদ্বুদ্ধ করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement