ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়ল বৃহস্পতি গ্রহের ছবি। ছবিগুলি তোলা হয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে। ছবিতে বৃহস্পতির বিশাল লাল বিন্দুটি (গ্রেট রেড স্পট) স্পষ্ট দেখা যাচ্ছে।ধরা পড়েছে গ্রহটির দুটি উপগ্রহ, বলয়, মেরুপ্রভা এবং দূরের ছায়াপথের ছবিও।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)