Israel Hamas War

গাজ়ায় দুর্ভিক্ষের আশঙ্কা রাষ্ট্রসংঘের, এ বার দক্ষিণ প্যালেস্টাইনে হানার বার্তা ইজ়রায়েলের

ইজ়রায়েলি হানায় গাজ়ায় খাদ্য ও পানীয় জলের সরবরাহ বন্ধ। তার ফলেই বাড়ছে অনাহারের আশঙ্কা, মত রাষ্ট্রসংঘের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৩ ১৪:০৪
Share:
Advertisement

উত্তর ও মধ্য প্যালেস্টাইনের পর এ বারে ইজ়রায়েলি অভিযানের লক্ষ্য দক্ষিণাংশ। বৃহস্পতিবার ইজ়রায়েলের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গাজ়ায় হামলার ‘পরবর্তী পর্যায়’ শুরু করতে চলেছে ইজ়রায়েল। ওই দিনই খান ইউনুসের পূর্বাঞ্চলে বনি শুহাইলা, খুজা, আবাসান এবং কারারা এলাকায় আকাশ থেকে প্যালেস্টাইনিদের উদ্দেশে প্রচারপত্র ফেলে ইজ়রায়েলি বিমান এবং হেলিকপ্টার। তাতে লেখা— “নিজেদের নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে দ্রুত আপনাদের সরে যেতে হবে। আপনারা পরিচিত আশ্রয় কেন্দ্রগুলোর দিকে যাত্রা শুরু করুন।” ইজ়রায়েলের নির্দেশ মতো ‘নিরাপদ স্থানে’ সরে যেতে অস্বীকার করেছে রাষ্ট্রসংঘের নানা দফতর-সহ ১৮টি আন্তর্জাতিক ত্রাণসংস্থা। এরই মধ্যে গাজ়ায় খাদ্যসঙ্কটের আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য বিষয়ক কর্মসূচির প্রধান সিন্ডি ম্যাককেইন। তাঁর দাবি, ইজ়রায়েলি হানায় বন্ধ খাবার ও পানীয় জলের জোগান, তাই গাজ়ায় দুর্ভিক্ষের আশঙ্কা বাড়ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement