Jadavpur University Death News

যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ২, উদ্ধার একটি ডায়েরি-সহ রহস্য চিঠি!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ২। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং এক কর্মীর বয়ানের উপর ভিত্তি করেই দুই পড়ুয়াকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৩ ১৯:২০
Share:
Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রাক্তনী সৌরভ চৌধুরীর গ্রেফতারির পর কলকাতা পুলিশের জালে আরও ২ পড়ুয়া। শনিবার রাতে জিজ্ঞাসাবাদের পরই রবিবার সকালে এই দুই পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিক। পুলিশের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া এবং কর্মীকে জিজ্ঞাসাবাদের পরই এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তদন্তকারীদের হাতে এসেছে একটি ৩০০ পাতার ডায়েরি। যার ১৫২তম পাতায় লেখা রয়েছে চিঠি। প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই দুই পড়ুয়াই প্রথম বর্ষের ছাত্রকে (মৃত) এই চিঠি লিখতে বাধ্য করেছিল। তবে চিঠিতে কী লেখা রয়েছে, সে বিষয়ে এখনও কিছু পরিষ্কারভাবে জানা যায়নি। যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি হবে, আশ্বস্ত করেছেন নগরপাল বিনীত গোয়েল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement