প্রতিবেদন: প্রচেতা ও প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: ঋতুরাজ
সোমবার একটি মামলায় ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রডূড় এবং হিমা কোহলির বেঞ্চ। ২০১২ সালে দিল্লির নির্ভয়া কাণ্ডের পর টু ফিঙ্গার টেস্ট নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি জেএস ভর্মা। সেই কমিটির সুপারিশ অনুযায়ী, দ্য ক্রিমিনাল লজ (২০১৩) আইনে ‘টু ফিঙ্গার টেস্ট’ বাতিল করা হয়। তারপরও অবশ্য দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষিতাদের এই ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ২০১৮ সালে রাষ্ট্রপুঞ্জও এই পরীক্ষা বাতিলের পক্ষে জোরদার সওয়াল করে। সোমবার এই ‘টু ফিঙ্গার টেস্ট’-কে পাকাপাকিভাবে বাতিল করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
এবার কি নিশ্চিতভাবে বন্ধ হবে ‘টু ফিঙ্গার টেস্ট’? কী মত ছাত্রছাত্রীদের?