বড় জা ঘাসফুলে। ছোট জা পদ্মফুলে। পঞ্চায়েত ভোটের ময়দানে এ বার তাঁরা মুখোমুখি। দে পরিবারের দুই বধূর জমজমাট সেই লড়াই দেখতে মুখিয়ে হুগলির হরিপালের আশুতোষ গ্রাম পঞ্চায়েত।
দে বাড়ির বড় বৌ তরুছায়া তৃণমূল প্রার্থী। আর ছোট বৌ দীপালি বিজেপি প্রার্থী। হরিপালের আশুতোষ গ্রাম পঞ্চায়েতের গুপিনগর গ্রামের ১৪৫ নম্বর বুথে লড়াই দুই জায়ের। দু’জনেই এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে লড়ছেন। দু’জনেই প্রচার চালাচ্ছেন জোর কদমে। সংসারের কাজ সামলে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারছেন দু’বেলা। আবার প্রচারের ফাঁকে দুই জা মিলে খোশমেজাজে চায়ের কাপ নিয়ে গল্পও করছেন। হাঁড়ি আলাদা হলেও একে অপরের হেঁশেলে গিয়ে খোঁজ নেন। তাঁদের দাবি, ভোটের ফল যাই হোক, দুই জায়ের সম্পর্কে ছেদ পড়বে না।