Dilip Ghosh

‘আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী! প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেও গীতাপাঠের মাহাত্ম্য কমেনি’

“ব্যস্ত, তাই আসতে পারেননি প্রধানমন্ত্রী”, জানালেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ২১:৪১
Share:
Advertisement

ডিসেম্বরের শহরে ব্রিগেডের মাঠে লক্ষ কণ্ঠে গীতাপাঠ। সৌজন্যে রাজ্য বিজেপি। কথা ছিল, এই ‘ধর্মীয় অনুষ্ঠানে’ উপস্থিত থাকবেন স্বয়ং নরেন্দ্র মোদী। তবে শেষ মুহূর্তে বঙ্গসফর বাতিল হলেও বার্তা পাঠিয়ে দলীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নমো। আয়োজকদের বক্তব্য, মোদী না এলেও তাঁদের কর্মসূচিতে কোনও ভাটা আসেনি। বরং, ছাপিয়ে গিয়েছে প্রত্যাশা। বিজেপি নেতা তথাগত রায় যেমন বলছেন, “প্রধানমন্ত্রী না এলেও গীতাপাঠের মাহাত্ম্য কমেনি।” সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের আবার বক্তব্য, “প্রধানমন্ত্রী ব্যস্ততার কারণেই আসতে পারেননি। তবে এই কর্মসূচির সঙ্গে তাঁর রাজনীতির কোনও যোগ নেই।” রুদ্রনীল ঘোষ আবার আরও একধাপ এগিয়ে বললেন, “ব্রিগেডের মাঠে লক্ষ কণ্ঠে গীতপাঠের কর্মসূচি একটু হলেও মিস করবেন নরেন্দ্র মোদী।” বিজেপি সাংসদ তথা রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের যদিও বক্তব্য, আমন্ত্রিত অনেকেই আসতে পারেননি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নাকি এই গীতাপাঠে আমন্ত্রণ করা হয়েছিল!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement