সাল ১৯০৩। রবীন্দ্রনাথ ঠাকুর তখন ৪২। শান্তিনিকেতনে সে বছরই প্রথম পালিত হয় কবিগুরুর জন্মদিন। ৮০ বছরের আয়ুষ্কালে জীবনের বহু জন্মদিনই তাঁর কেটেছে এই শান্তিনিকেতনে। তবে বিশেষ ভাবে মনে রাখার মতো ইংরিজি ১৯৩৬ সাল। বাংলা ক্যালেন্ডারের ১৩৪২ সন। ওই বছর রবীন্দ্রনাথ তাঁর জীবনের প্রথম জন্মদিন পালন করেন পয়লা বৈশাখে। এর পর থেকে বিশ্বভারতী বরাবর পয়লা বৈশাখেই কবি প্রণাম করে এসেছে। ১৯৪১ সালে কবির প্রয়াণের আগের বছরেও জন্মদিন পালিত হয় বৈশাখী বর্ষবরণের দিনে।