অ্যাম্বুল্যান্সের প্রয়োজনীতা নতুন করে বলার নয়। তবে অ্যাম্বুল্যান্স যদি হয় গাছের, তা হলে তো বলতেই হয়।‘ট্রি অ্যাম্বুল্যান্স’ বা গাছের জন্য অ্যাম্বুল্যান্স, শুনতে অবাক লাগলেও এমনই অভিনব উদ্যোগ ইনদওরের। মধ্যপ্রদেশের এই শহরের তরফে গাছের পরিচর্যা থেকে শুরু করে আপৎকালীন পদক্ষেপ, সবই দেখবে ‘ট্রি অ্যাম্বুল্যান্স’। শহর জুড়ে ঘুরবে এই অ্যাম্বুল্যান্স। গাছেদের দেখভাল থেকে পর্যাপ্ত পরিমাণে জল, প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করবে এই বিশেষ ধরণের অ্যাম্বুল্যান্স, এমনটাই জানিয়েছেন ইনদওর পুরসভার মেয়র পুষ্যামিত্র ভার্গব। শহরের সবুজায়ন রক্ষার্থে ও জীববৈচিত্রের ভারসাম্য বজায় রাখতেই এমন অভিনব উদ্যোগ।