কান চলচ্চিত্র উৎসবের ডাক পেয়ে তাঁর মনে হয়েছিল, সেটা ভুয়ো। ‘মোস্ট প্রমিসিং অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন মধুরা পালিত। তবে ফিরে এসে সে ভাবে বাংলা ইন্ডাস্ট্রির কাছ থেকে তেমন কোনও প্রতিক্রিয়া পাননি তিনি। “মুম্বই, বাংলাদেশ থেকে অনেক সহকর্মীর ফোন পেয়েছিলাম। কিন্তু ইন্ডাস্ট্রির কেউ বুঝতেই পারেনি, এটি কোন অ্যাওয়ার্ড। এরপর থেকে যে আমায় কাজে নেওয়া হয়েছে তা-ও নয়, এখনও লড়াই চলছে,” বললেন কান জয়ী সিনেমাটোগ্রাফার।