গীতার জীবনের নানা ওঠাপড়ার বৃত্তান্ত নিয়ে এগোচ্ছে 'গীতা এলএলবি' ধারাবাহিকের গল্প। নতুন নতুন বিপদের মুখে পড়ছেন নায়িকা। তবে এ সবে ভয় পান না গীতা। এরই মধ্যে একটু একটু করে প্রেম বেড়েছে গীতা আর স্বস্তিকের মধ্যে। আর এবার শিবরাত্রিতে ধারাবাহিকে নতুন চমক। নতুন প্রোমোয় এমনই আঁচ। বিশেষ এপিসোডের শুটিংয়ে আনন্দবাজার অনলাইন।