ছোটপর্দার প্রিয় নায়ক তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ছাদ’।অন্যদিকে ‘কোন গোপনে মন ভেসেছে' সিরিয়ালে অনিকেতের চরিত্রে তাঁকে রীতিমতো পছন্দ করছেন দর্শক। তিনি অভিনেতা রণজয় বিষ্ণু। আর প্রিয় অভিনেতার জন্মদিনে দূর থেকে নিজের হাতে পায়েস বানিয়ে হাজির তাঁর অনুরাগীরা। আনলেন পায়েস কেকও। বন্ধুকে শুভেচ্ছা জানাতে পাশের সেট থেকেই শ্বেতাকে সঙ্গে নিয়ে হাজির হলেন রুবেল। কাজের মাঝেই জমল আড্ডা।