তাঁর চরিত্র চয়ন বরাবরই একটু অন্য ধাঁচের। 'বেলাশেষে' থেকে নতুন ভাবে অপরাজিতা আঢ্যকে চিনেছে দর্শক। এরপর 'প্রাক্তন' ,'চিনি', 'একান্নবর্তী', 'এটা আমাদের গল্প'-র মতো ছবিতে ভিন্ন ধরনের চরিত্রে তাঁকে দেখে মুগ্ধ হয়েছে দর্শক। অন্য দিকে, টেলিভিশনে 'রান্নাঘর', 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার' হোক বা 'জল থই থই ভালোবাসা', তাঁকে সাদরে গ্রহণ করেছে সিরিয়ালপ্রেমীর দলও। পরিবার-পরিজন নিয়ে তাঁর ভরা সংসার। নিজের বাড়িতেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডা জমালেন অপরাজিতা আঢ্য।