TMC Rally on 21st July

আলো ফোটার আগেই ধর্মতলার উদ্দেশে রওনা, ২১ জুলাই নিয়ে তৃণমূল কর্মীদের উন্মাদনা তুঙ্গে

লোকসভা ভোটের আগে শেষ ২১ জুলাই। বিজেপি-বিরোধী লড়াইয়ের কৌশল নিয়ে দলীয় কর্মীদের কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সে দিকেই তাকিয়ে সব মহল।

প্রতিবেদন: রিঙ্কি

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ০৯:৪৮
Share:
Advertisement

সদ্যই পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয় পেয়েছে দল। তৃণমূলের সামনে এখন বড় লড়াই ২০২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে শেষ ২১ জুলাইয়ের সভা শুক্রবার। ভোর থেকেই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সভামঞ্চের আশেপাশে জড়ো হচ্ছেন রাজ্যের নানান প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকেরা। বিভিন্ন জেলা থেকে দলের কর্মীদের অনেকেই গত কালই পৌঁছে গিয়েছেন শহরে, থাকছেন বিধাননগরের সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, দক্ষিণ কলকাতার গীতাঞ্জলী স্টেডিয়াম-সহ বিভিন্ন দলীয় শিবিরে।

কর্ণাটকের বেঙ্গালুরুতে সদ্য অনুষ্ঠিত ২৬টি অবিজেপি দলের বৈঠকে এনডিএ-বিরোধী জোটের নাম ঘোষণা হয়েছে। সেই বৈঠকে সোনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরিদের সঙ্গে এক আসনে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রীকে। দিল্লি দখলের যুদ্ধে দলের রণকৌশল কী হতে পারে সেই নিয়ে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দিতে পারেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় জোটের খাতিরে কি মমতা বাম-কংগ্রেসের প্রতি খানিকটা নমনীয় হতে পারেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement