মিলল না নুসরত জাহানের ভবিষ্যদ্বাণী! ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে বসিরহাটের তৃণমূল সাংসদ অভিনেত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। মঙ্গলবার ১১টা থেকে সাড়ে ১১ টার মধ্যে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে নিজের প্রতিক্রিয়া জানাতে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন নুসরত। পরে একটি ভিডিয়োতে তিনি এমনও দাবি করেছিলেন, তাঁকে ইডি ডাকবে না। এমনকি প্রতারণাকাণ্ডে যে সংস্থার নাম উঠে এসেছে, তার সঙ্গে নিজের সম্পর্কের কথাও অস্বীকার করেছিলেন তিনি। যদিও নুসরতের এই দাবিকে মান্যতা দেয়নি ইডি। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এবং প্রতারিতদের অভিযোগের ভিত্তিতেই বসিরহাটের তৃণমূল সাংসদকে ডেকে পাঠায় ইডি। সেই মতো এ দিন নির্ধারিত সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে এলেন নুসরত। দীর্ঘ ৬ ঘণ্টা পেরিয়েও চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এই সিজিও কমপ্লেক্সেই অন্য একটি মামলায় বুধবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে ইডি। সিজিও কমপ্লেক্সে বাড়ানো হচ্ছে নিরাপত্তা।