ভাঙড় থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি দলের তরফে ভাঙড়ের দায়িত্বপ্রাপ্তও। তাঁর বক্তব্য, ১৪৪ ধারার জেরে ভাঙড়ের মানুষের স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না এবং কৃষকেরা ফসল বিক্রি করতে পারছেন না। এর ফলে সমস্যায় পড়েছেন এলাকার গরিব মানুষ। সে কথা মাথায় রেখে তিনি ১৪৪ ধারা তুলে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন বলে জানিয়েছেন শওকত। সোমবার বিধানসভার বাদল অধিবেশনের যোগ দিতে গিয়েও একই আর্জি জানিয়েছিলেন তিনি। মণিপুরের নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ক্যানিং-২ ব্লক তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেখানেও একই কথা বলেন শওকত।