কয়েক দিন ধরে ভারী বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জল বাড়তে শুরু করেছে একাধিক নদীতে। শনিবার কোচবিহারের তোর্সা, রায়ডাক-১, কালজানি এবং মানসাই নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন নদীর অসংরক্ষিত এলাকাগুলিতে জল জমছে। প্রশাসনের পক্ষ থেকে নদীগুলিতে চলছে নজরদারি। কোচবিহার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ ফাঁসির ঘাট এলাকা পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন পুরসভার কাউন্সিলররা। ১৮ নম্বর ওয়ার্ডের ফাঁসির ঘাটে নদীর পাশের এলাকায় ঘরে জল উঠতে শুরু করেছে। পুরসভার পক্ষ থেকে তাদের ফ্লাড সেন্টারে আশ্রয়ের ব্যবস্থা করা হয়। স্থানীয় স্কুল এবং পুর অফিসগুলিকে আশ্রয়ের জন্য তৈরি রাখা হয়েছে।