কেন্দ্রীয় বাহিনীর সামনে ‘লক্ষ্মীর বাহিনী’ দাঁড়িয়ে যাবে। তার পর বাহিনী ফিরে গেলে “যা হওয়ার তা হয়ে যাবে”। বারুইপুরে তৃণমূলের কর্মীসভায় স্থানীয় বিধায়ক বিভাস সর্দার যখন এই নির্দেশ দিচ্ছেন দলীয় কর্মীদের, তখন তাঁর পাশে বসে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা দলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। বুথভিত্তিক লক্ষ্য নিয়ে হুঁশিয়ারিও শোনা সোমবার তাঁর কেন্দ্রে জনসংযোগে বেরিয়ে প্রার্থী বললেন, কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখানোত উদ্দেশ্যে মাঠে নেমে থাকে, তা হলে তাদের ভয় পেলে চলবে না।” সায়নীর দাবি, মানুষ ভোটের ১৫ দিন আগেই স্থির করে নেন কাকে ভোট দেবেন। তাঁর বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩৬৫ দিনের কাজ দেখে মানুষ স্থির করে নিয়েছে যে তৃণমূলের পাশেই থাকবে।