Abhishek Banerjee

গান, ভাষণে জমজমাট ধর্নামঞ্চ, নেতাদের দেখতে মানুষের ভিড়

রাজভবনের সামনে তৃণমূলের ধর্নার দ্বিতীয় দিন। বৃহস্পতিবার রাতে ধর্নামঞ্চেই কাটান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: অসীম

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ ২০:০১
Share:
Advertisement

গান, ভাষণে জমজমাট ছিল দ্বিতীয় দিনের ধর্নামঞ্চ। গোটা দিনই মঞ্চে কাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ দিন ধর্নামঞ্চ থেকে ভাষণ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্রের মতো তৃণমূলের প্রথম সারির নেতারা। নেতানেত্রীদের দেখতে দিনভর রাজভবনের সামনে ভিড় জমান সাধারণ মানুষ। কেন্দ্রীয় প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রতি ‘বঞ্চনা’র বিরুদ্ধে রাজভবন অভিযানের ডাক দেয় তৃণমূল। বুধবার দুপুর ২টোর পরে রবীন্দ্র সদন থেকে শুরু হয় মিছিল। সেই মিছিল পৌঁছয় রাজভবনের সামনে। তবে দিল্লি থেকে সে দিন রাজভবনে ফেরেননি সিভি আনন্দ বোস, বন্যা পরিস্থিতি দেখতে চলে যান উত্তরবঙ্গ সফরে। তার পর সেখান থেকে ফের দিল্লিতে ফেরেন রাজ্যপাল। বোস না ফেরা পর্যন্ত রাজভবনের সামনে ধর্না চলবে, বৃহস্পতিবারই ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement