প্রায় তিন দশক আগে তাঁর অভিযোগ ঘিরে তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। নদিয়ার শান্তিপুরের বেলঘরিয়া এক নম্বর পঞ্চায়েতের ফুলিয়াপাড়ার বাসিন্দা সেই ফেলানি বসাক এ বারও আমন্ত্রিত তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে।
১৯৯৩ সালে ফেলানির মূক এবং বধির মেয়েকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল এ রাজ্যের রাজনীতি। তার পর যদিও সাপের কামড়ে ফেলানি-কন্যার মৃত্যু হয়। তবে ওই ঘটনাকে সামনে রেখে আন্দোলন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ের কথা স্মরণ করে ফেলানি এখন বলছেন, ‘‘জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহাকরণে আন্দোলন করেছিলাম। সে দিন পুলিশ আমাকে চুলের মুঠি ধরে রাস্তায় নামিয়ে দিয়েছিল।’’
সামনেই তৃণমূলের ‘শহিদ’ দিবস। প্রত্যেক বারের মতো এ বারও আমন্ত্রণ জানানো হয়েছে ফেলানিকে। মমতার বার্তার অপেক্ষায় রয়েছেন তিনি।