পঞ্চায়েত নির্বাচনে হিংসা, হানাহানি এবং খুনের ঘটনায় বিরোধীদের অভিযোগ নস্যাৎ, পাল্টা বাম-বিজেপিকেই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতকে কেন্দ্র করে এখনও পর্যন্ত পঞ্চাশেরও বেশি মৃত্যুর ঘটনা সংবাদ শিরোনামে এসেছে। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করলেও সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পঞ্চায়েতে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ৭১ হাজার বুথে নির্বাচন হল আর গোলমাল হয়েছে মাত্র ৩টি জায়গায়।” ভাঙড়, ডোমকলের নাম উল্লেখ করে তিনি বলেন, “ভাঙড়ে গণ্ডগোল করেছে হাঙররা। ডোমকলে আমরা জিতিনি, হেরেছি। আর একটা গণ্ডগোল হয়েছিল ইসলামপুর, চাপড়ার দিকে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, মনোনয়ন পর্ব থেকে ভোট পর্যন্ত মোট ২৯ জন খুন হয়েছেন। শুধু পঞ্চায়েত নির্বাচনের দিনই ১৫ জনের মৃত্যু হয়েছে। তাঁর দাবি মৃতদের মধ্যে ১৮ জনই তৃণমূল কর্মী। সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পঞ্চায়েত হিংসার অভিযোগ তুলে তাঁর পাল্টা প্রশ্ন, তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে খুন করবে?