একুশের সমাবেশে ঝাঁঝালো বক্তৃতায় বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একশো দিনের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের সরকারকে তোপ। রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ৫২ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। সেখানে বিজেপি পেয়েছে ২২ শতাংশ ভোট। চব্বিশের লোকসভা ভোটের আগে তৃণমূল এবং বিজেপির ভোটের মধ্যে ২০ শতাংশের ব্যবধানে স্বাভাবিকভাবেই খুশি এবং আপ্লুত রাজ্যের শাসক দল। পঞ্চায়েত ভোটের এই পরিসংখ্যান তুলে ধরেই এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিরোধীদের সব আছে, মানুষ নেই। আর তৃণমূলের কিছু নেই, শুধু মানুষ আছে।” এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে দিল্লিতে কৃষিভবনের সামনে ধর্না কর্মসূচি করবে তৃণমূল। শুধু তাই নয়, ৫ অগস্ট রাজ্যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির কথাও জানিয়েছেন তিনি।