রুপোলি পর্দা থেকে রাজনীতির ময়দান, রইল দেব-হিরণ কথা
রাজনীতি আর বিনোদন দুনিয়ায় দেব-হিরণের রিপোর্ট কার্ড।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১৯:১৪
Share:
Advertisement
বড়পর্দায়
পা রাখেন প্রায় পিঠোপিঠি সময়ে। রাজনীতিতেও। একই ছবিতে অভিনয় থেকে এক রাজনৈতিক দলের
সদস্য। সেখান থেকে চলতি লোকসভা নির্বাচনে একই কেন্দ্র থেকে পরস্পরের বিরুদ্ধে
প্রার্থী হিসাবে লড়াইয়ের দামামা। রইল দেব এবং হিরণের টলিপাড়া ও রাজনীতির
কড়চা।