প্রতিবেদন: প্রিয়ঙ্কর, গ্রাফিক ও সম্পাদনা: বিজন
বিতর্কের সূচনা সেই ব্রিটিশ শাসনেই। স্বাধীনোত্তর যুগে বার বার ভারতীয় রাজনীতি আলোড়িত হয়েছে অযোধ্যার রামমন্দিরের দাবিকে কেন্দ্র করে। ২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরে মন্দির নির্মাণে আর কোনও বাধা ছিল না। ২০২০ সালের অগস্টে নতুন মন্দিরের শিলান্যাস করেন নরেন্দ্র মোদী। সব পরিকল্পনামাফিক চললে আগামী ২২ জানুয়ারি নির্মীয়মাণ মন্দিরের গর্ভগৃহে ‘রামলালা বিরাজমান’-এ মূর্তি প্রতিষ্ঠা হওয়ার কথা। কোন ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে আজকের এই মন্দির নির্মাণ? ১৯৪৯ সালে বাবরি মসজিদে ‘রামলালা’র মূর্তি প্রতিষ্ঠার পর থেকে কী কী ঘটেছিল? আনন্দবাজার অনলাইনে রামমন্দিরের জন্মবৃত্তান্ত।