উত্তর-পূর্বে গ্রিনল্যান্ড, পশ্চিমে উত্তর প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণে আমেরিকার সীমা। ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির তরুণ প্রজন্মের সিংহভাগের গন্তব্য এখন ওই ভূখণ্ড। নাম তার কানাডা। উত্তর আমেরিকার সেই দেশই তো সম্ভাবনার নতুন মক্কা! মূল ভূখণ্ডের আকৃতির দিক থেকে ভারতের কয়েক গুণ, অর্থনীতির বহরেও। পিছিয়ে কেবল জনসংখ্যায়। আর এই কারণেই উন্নয়নশীল অর্থনীতিগুলি থেকে প্রতিদিন উজ্জ্বল ভবিষ্যতের খোঁজে দলে দলে মানুষ, মূলত, তরুণ প্রজন্ম কানাডায় পা রাখার স্বপ্ন দেখেন। মূলত, সেই সূত্রেই ওটাওয়ার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ককে অতি-ঘনিষ্ঠতার মাপকাঠিতে ফেলে থাকেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা। অতি-সম্প্রতি সেই অতি-ঘনিষ্ঠ সম্পর্কে কালো ছায়া ফেলতে শুরু করেছে একটি হত্যাকাণ্ড।