গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তলা বাড়ি। আর ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হল পাঁচ শিশু-সহ অন্তত ১০ জনের। শনিবার রাতে ঘটনা ঘটার পর থেকে একটানা উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের নীচে এখনও কেউ আটকে রয়েছেন কি? চলছে তল্লাশি। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। গত কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশে চলছে অবিরাম বৃষ্টি। বৃষ্টির জেরেই পুরনো বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ওই বাড়িটির মালিকের দুধের ব্যবসা। বাড়ির নীচের তলাতেই রাখা থাকত গরু, মোষ, ছাগল। বিল্ডিং ভেঙে পড়ায় বাড়িতে পালিত ছাগল, মোষেরও চাপা পড়ে মৃত্যু হয়েছে।