মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ছেড়ে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে। তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ হবে না, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য।’ তিনি আরও বলেছেন, ‘এর পরেও যদি কোনও চিকিৎসক কাজে যোগ না দেন, তবে তাঁর বিরুদ্ধে রাজ্য কোনও পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারব না।’ সু্প্রিম কোর্টের এই নির্দেশে কার্যত হতাশ আরজি করে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। কাল থেকে তাঁরা কাজে যোগ দেবেন কিনা সেটা বৈঠকের পর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন পড়ুয়ারা।