প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: অসীম
বাল্যবিবাহ রুখতে ও সচেতনতা বাড়াতে জনশুনানির আয়োজন করেছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশন ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ ও প্রশাসন। জনশুনানিতে মূলত ৯টি বাল্যবিবাহের ঘটনা তুলে ধরা হয়। এই আলোচনায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যোগদান করে। নির্যাতিতাদের বিভিন্ন সমস্যার কথাও উঠে আসে এই শুনানিতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ার পার্সন সুদেষ্ণা রায়, বারুইপুর জেলা ও দায়রা পকসো আদালতের বিচারপতি সুদীপকুমার মান্না, দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ-প্রশাসনের আধিকারিকেরা। জনশুনানির পর একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল।