Amherst Street Police Station

পরিবারের হাতে দেহ হস্তান্তর, পুলিশি নিরাপত্তায় অশোকের শেষকৃত্যের নির্দেশ হাই কোর্টের

কোনও রকম বিশৃঙ্খলা যাতে না হয়, তাই পুলিশের নিরাপত্তায় শেষকৃত্যের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৩ ১৫:২৯
Share:
Advertisement

অশোক সিংহের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শনিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, এসএসকেএম হাসপাতাল থেকে পুলিশ মরদেহ পরিবারের হাতে তুলে দেবে। বিচারপতি আরও জানান, শেষকৃত্যের জন্য ওই দেহ বাড়ি থেকে শ্মশান পর্যন্ত নিয়ে যাবে পুলিশই। তাদের নিরাপত্তাতেই শেষকৃত্য সম্পন্ন হবে।

১৫ নভেম্বর, বুধবার আমহার্স্ট স্ট্রিট থানায় কলুটোলা অঞ্চলের এক পান বিক্রেতা অশোক সিংহের মৃত্যু হয়। বৃহস্পতিবার অশোকের দেহের ময়নাতদন্ত হয় কলকাতা পুলিশের মর্গে। শুক্রবার কলকাতা হাই কোর্ট অশোকের দেহ এসএসকেএম হাসপাতালে রাখার নির্দেশ দেয়। মৃতের পরিজনের দাবি, তাঁরা দেহ নিতে গেলে পুলিশ তাঁদের জানায় দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ আদালত দেয়নি। তার বিরোধিতা করে শনিবার অশোকের পরিবার ফের হাই কোর্টের দারস্থ হয়। সেই আবেদনের শুনানিতেই এই নির্দেশ দিল উচ্চ আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement