প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
অশোক সিংহের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শনিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, এসএসকেএম হাসপাতাল থেকে পুলিশ মরদেহ পরিবারের হাতে তুলে দেবে। বিচারপতি আরও জানান, শেষকৃত্যের জন্য ওই দেহ বাড়ি থেকে শ্মশান পর্যন্ত নিয়ে যাবে পুলিশই। তাদের নিরাপত্তাতেই শেষকৃত্য সম্পন্ন হবে।
১৫ নভেম্বর, বুধবার আমহার্স্ট স্ট্রিট থানায় কলুটোলা অঞ্চলের এক পান বিক্রেতা অশোক সিংহের মৃত্যু হয়। বৃহস্পতিবার অশোকের দেহের ময়নাতদন্ত হয় কলকাতা পুলিশের মর্গে। শুক্রবার কলকাতা হাই কোর্ট অশোকের দেহ এসএসকেএম হাসপাতালে রাখার নির্দেশ দেয়। মৃতের পরিজনের দাবি, তাঁরা দেহ নিতে গেলে পুলিশ তাঁদের জানায় দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ আদালত দেয়নি। তার বিরোধিতা করে শনিবার অশোকের পরিবার ফের হাই কোর্টের দারস্থ হয়। সেই আবেদনের শুনানিতেই এই নির্দেশ দিল উচ্চ আদালত।