প্রতিবেদন: প্রচেতা
একই দিনে ব্রিগেড ময়দানে বিজেপির লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি এবং টেট পরীক্ষা! সে দিন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশার সম্ভাবনা রয়েছে কলকাতায়। এই পরিস্থিতে টেট পরীক্ষার দিন বদলের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রাজ্য বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ। মঙ্গলবার সেই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, আর কোনও দিনবদল নয়, পরীক্ষা হবে নির্ধারিত দিনে নির্ধারিত সূচিতেই। আদালতের নির্দেশ, পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতা-সহ রাজ্যের সব জেলায় পর্যাপ্ত পরিমাণ গাড়ির বন্দোবস্ত করতে হবে পরিবহন দফতরকে। প্রশাসনিক সব রকম সহায়তার কথাও বলেছে আদালত। এর আগে ১১ ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করেই ২৪ ডিসেম্বর করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের তরফে শীর্ষ পদাধিকারী গৌতম পাল নিজে দিনবদলের কথা জানিয়েছিলেন। বিজেপির ‘অনিচ্ছা’ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ২৪ ডিসেম্বরই পরীক্ষা হচ্ছে। এ বছর ৩ লক্ষ ৯ হাজার ৫৩ জন পরীক্ষার্থী প্রাথমিকে টেট পরীক্ষা দেবেন। গোটা রাজ্যে মোট ৭৭৩টি কেন্দ্রে পরীক্ষা হবে। কলকাতায় রয়েছে ৫টি কেন্দ্র। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বস্ত করেছেন, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং নির্বিঘ্নে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। এই বিষয়ে খোদ পর্ষদ সভাপতি গৌতম পাল জেলাশাকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করে যাবতীয় আয়োজন করেছেন।