প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ: সুব্রত, সম্পাদনা: অসীম
এশিয়ার সবচেয়ে পুরনো ‘প্রাইড ওয়াক’। কলকাতার গৌরব পদযাত্রা নিয়ে এমনই দাবি করেন লিঙ্গ পরিচয় এবং যৌনতার নিরিখে প্রান্তিক কলকাতাবাসীর অনেকেই। এ বারে সেই পদযাত্রার ২০তম বছর। রবিবার পার্ক সার্কাসের লেডি ব্রেবোর্ন কলেজের সামনে থেকে দুপুর ২টোর একটু পরেই শুরু হয় মিছিল। পার্ক স্ট্রিট হয়ে, ময়দানে গিয়ে শেষ হয় ‘ভিন্নতা’র উদযাপন। নানা রঙের পতাকা, বহুস্বরের স্লোগানে কলকাতার রাস্তায় প্রতিধ্বনিত হল লিঙ্গসাম্যের দাবি। শারীরিক পরিচয়ের বাইরে বেরিয়ে পছন্দের মানুষটির সঙ্গে যৌথযাপনের গৌরবের সাক্ষ্য ধরে রাখল রবিবারের রাজপথ। আনন্দবাজার অনলাইন সঙ্গী হল সেই মিছিলের। শুনল সাতরঙা জীবনের গল্প।