সিবিআইয়ের চার্জশিটে খুন এবং ধর্ষণের ঘটনায় ধৃতের নাম। নির্যাতিতাকে খুন এবং ধর্ষণের নেপথ্যে কি ধৃত সিভিক একাই? এ প্রশ্নের উত্তরে সমাজের একাংশ মনে করেন, ‘না, ধৃত একা না’। আরও অনেকেই এই নারকীয় অপরাধের সঙ্গে জড়িয়ে। যে অপরাধের কিনারা করতে গড়িমসি করছে তদন্তকারী সংস্থা সিবিআই। ৭ অক্টোবর ধৃতের বিরুদ্ধে শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে সিবিআই। এগারো নভেম্বর থেকে ধারাবাহিক ভাবে শুরু হয়েছে শুনানি। সাক্ষীদের বয়ান নথিভূক্ত করা হচ্ছে। চার্জশিটেই জানা যায় এই মামলায় ১২৮ জন সাক্ষী। রয়েছেন ১৯ জন চিকিৎসক। ৩৫ জন পুলিশ কর্মী। প্রশ্ন একটাই, আরও কত দিন?