Ferighat

ছ’বছর পর আবার চালু হচ্ছে তেলেনিপাড়া জেটি, সোমবার হল উদ্বোধন

বছর ছয়েক আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটে হুগলির তেলেনিপাড়া জেটি ঘাটে। গঙ্গার হড়পা বানে ভেসে যায় গোটা জেটিই। তাতে ১৯ জনের মৃত্যু হয়। তার জেরে বন্ধ হয়ে যায় ওই জেটি।

নিজস্ব সংবাদদাতা
হুগলি শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ১৮:৫৯
Share:
Advertisement

বছর ছয়েক আগে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল হুগলির তেলেনিপাড়া জেটি ঘাটে। গঙ্গায় হড়পা বানে ভেসে যায় গোটা জেটিটাই। তাতে ১৯ জনের মৃত্যু হয়। গঙ্গা থেকে উদ্ধার করা হয়েছিল প্রায় ৩০ জনকে। সেই দুর্ঘটনার পর থেকে বন্ধ হয়ে পড়েছিল জেলার সমস্ত অস্থায়ী জেটিঘাটগুলি। পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছিল, অস্থায়ী জেটিগুলিকে স্থায়ী করা হবে। গত বছরের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন হুগলির বেশ কয়েকটি ফেরিঘাট। সোমবার চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই এবং চাঁপদানি পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র পলতাঘাট-নবাবগঞ্জ ফেরিঘাটের উদ্বোধন করেন। প্রতি দিন প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করেন এই ফেরিঘাট দিয়ে। জেটি বন্ধ থাকায় যাত্রীদের প্রায় ১০ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল। ফলে সমস্যায় পড়েন তাঁরা। সেই সমস্যা এ বার দূর হল। আগামী ১০ তারিখ থেকে ১টি করে মোট ২টি লঞ্চ ঘাট পারাপার করবে বলে জানিয়েছেন সুরেশ। সকাল সাড়ে ৫ টা থেকে রাত ১০ পর্যন্ত চালু থাকবে পরিষেবা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement