২৭ দিনের যাত্রা। ন’টি ম্যাচ। সব পেরিয়ে অবশেষে টি-টোয়েন্টিতে ভারত বিশ্বচ্যাম্পিয়ন। কানাডার বিরুদ্ধে পরিত্যক্ত ম্যাচ বাদ দিয়ে যে আটটি ম্যাচে ভারত খেলতে নেমেছে, প্রতিটিতেই তারা জিতেছে। রোহিত শর্মাদের বিশ্বজয়ের নেপথ্যে রয়েছে অনেক কারণ। প্রথমত, সামনে থেকে রোহিতের নেতৃত্ব। দ্বিতীয়ত, গোটা টুর্নামেন্ট জুড়ে আরশদীপের আঁটোসাঁটো বোলিং। তৃতীয়ত, বিদ্যুৎ গতিতে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারার ক্ষমতা। চতুর্থত, স্পিন নির্ভর বোলিং আক্রমণ মোকাবিলার ক্ষমতা নেই বাকি দলগুলির এবং পঞ্চমত, দলের ভরপুর ব্যাটিং গভীরতা। মূলত এই পাঁচ কারণেই বাজিমাত করল রোহিত-দ্রাবিড়ের ভারত।