প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: সৈকত
সংসারে অর্থাভাবের কারণে স্কুলের পড়া শেষ হয়নি। যে বয়সে কলম ধরার কথা ছিল, সেই বয়সে কখনও ভিক্ষের পাত্র হাতে নিয়ে দোরে দোরে ঘুরেছেন, কখনও বা রিকশা টেনেছেন। শেষমেষ ট্যাক্সি চালানো শুরু। নিজের ঘরে শিক্ষার আলো না পৌঁছলেও গরিব, দুঃস্থ শিশুদের জন্য স্কুল গড়ার স্বপ্ন বুনেছিলেন। এন্টালির দু’কামরার ঘর থেকে পরিকল্পনার শুরু। আজ তাঁর তিনটে স্কুল। তবে পুরোপুরি স্টিয়ারিং ছাড়েননি। গাজি জালালউদ্দিন। যিনি অন্যের বিদ্যার জোগান দেন, তাঁকে ‘গুরু’ বলতে দ্বিধা কী!